জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৪ পিএম
জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে

নাটোরের লালপুরে জামায়াতের উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর  উপজেলার মধুবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী লালপুর উপজেলা জামায়াতের আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের টিম সদস্য রেজাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ আফজাল হোসেন ও মহসিন আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সভাপতির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন “দেশের মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। এজন্য প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড এবং ভোটারদের আস্থার পরিবেশ নিশ্চিত করা। জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে এবং সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।”

আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের করণীয় নির্ধারণের লক্ষ্যে ওই সমাবেশের আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে