পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেট নগরীতে মহাসমারোহে মুবারক র্যালির আয়োজন করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ঐতিহ্যবাহী সোবহানীঘাট মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা হয়। র্যালিতে সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী ছাড়াও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও সবুজ পতাকা নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ তুলে ধরে শ্লোগান দিতে দিতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এর মধ্যে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকারিবাজার, লামাবাজার ও শেখঘাট তালতলা উল্লেখযোগ্য। এ সময় নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ইসলামী সংগীত ও কবিতায় মুখরিত হয়ে ওঠে পুরো শহর। র্যালি শেষে আয়োজকরা বলেন, ঈদে মিলাদুন্নবী কেবল আনন্দ ও উৎসবের দিন নয়, বরং প্রিয়নবীর (সা.) জীবনাদর্শকে ধারণ ও সমাজে বাস্তবায়নের অঙ্গীকারের দিন। তারা উল্লেখ করেন, নবীজির সুন্নাহ ও শিক্ষা অনুসরণ করলেই সমাজে শান্তি, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই র্যালি সিলেট নগরীতে বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এটি হয়ে উঠেছে ভ্রাতৃত্ব, ঐক্য ও সাম্যবোধের এক অনন্য দৃষ্টান্ত।