তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৩ পিএম
তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে  নাটোরের লালপুরে গ্রামে গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি, নাটোর জেলা বিএনপির নেতা ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এই কর্মসূচি পালন করেন। দলীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর, হাঁসবাড়িয়া ও রঘুনাথপুর গ্রাম সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কালে তিনি ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীসহ সকলকে এগিয়ে এসে সহযোগিতার আহ্বান জানান। এসময় লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক জি এস আনোয়ার হোসেন (জিএস আসলাম), গোপালপুর পৌর বিএনপি'র সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আসলাম আলী, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, আড়বাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি আড়বাব ইউনিয়নের হাসেমপুরে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তব্য কালে তিনি যে কোন ধরনের প্রতিকুল অবস্থায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে