নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশে’র অধীনে দেশব্যাপী নূরানী মাদরাসা সমূহের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফ গতকাল বুধবার, সকাল ১০ঘটিকায় প্রকাশ করা হয়েছে। হাটহাজারীস্হ বোর্ডের প্রধান কার্যালয় মিলনায়তনে, বোর্ডের চেয়ারম্যান হযরত আল্লামা খলিল আহমদ কাসেমী সাহেব (দা.বা.) এর হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল তুলেদেন, বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন সাহেব (দা.বা.) ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী সাহেব (দা.বা.)। এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৩০৫৭ টি কেন্দ্রে, ১০১৯৭ টি প্রতিষ্ঠানের, ৭,২৬,০৩৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পাশের হারছিল ৯৭.৮৮% । জিপিএ-৫.০০ ৪৫,৪৬৩ জন। বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় ও মাওলানা শহীদুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বোর্ডের সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী কাসেমী (দা.বা.), প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ডের মুহতারম চেয়ারম্যান ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী সাহেব(দা.বা.), বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা মুফতী জসীমুদ্দীন (দা.বা.), উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস, অর্থ সচিব হাফেজ মাওলানা ইসমাইল, সহ অর্থ সচিব মাওলানা ওসমান ফয়েজ, সম্মানিত সদস্য মাওলানা ইউনুস, মাওলানা ওসমান শাহানগরী, আলহুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর মুহাম্মদ কাসেম, এবং প্রশিক্ষক-পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল হাসেম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মনজুরুল ইসলাম-মনজুর, মাওলানা নুরুল আবসার, মাস্টার আনিসুল ইসলাম, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মোখতার হোসাইনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।