চাঁদপুরে ১১ মাদক কারবারি গ্রেপ্তার ও ফরিদগঞ্জে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৪ পিএম
চাঁদপুরে ১১ মাদক কারবারি গ্রেপ্তার ও ফরিদগঞ্জে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে  যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ ১১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার ও ফরিদগঞ্জের বিষকাটালি থেকে  ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অপারেশনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেনেন্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক কারবারি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এর মধ্যে কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে কোয়া এলাকা থেকে মাদ কারবারি মানিক (২২) ও মনিরকে (২৩) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট। একই উপজেলার শাহেদাপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মাদক কারবারি ইমাম হোসেনকে (৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০পিস ইয়াবা ট্যাবলেট।

সদর আর্মি ক্যাম্প হতে অভিযান চালিয়ে শহরের নতুন বাজার এলাকা থেকে মাদক কারবারি মো. সাইফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপ করার দুটি মেশিন।

একই উপজেলার বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৪ মাদক কারবারিকে। তারা হলেন, আল-আমিন (৩৫), মো. সবুজ (১৫), মো. রনি (২৮) ও মো. রিজবী (২০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ পিস ইয়াবা ট্যাবলেট।

সদর উপজেলায় অপর অভিযানে শহরের নাজিরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় ৩ মাদক কারবারিকে। তারা হলেন-মেহেদী রহমান (২৪), শান্ত খান (২৬) ও রহিমা বেগম (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট।

এদিকে ফরিদগঞ্জ উপজেলায় অপর অভিযানে বিশকাটালি এলাকা হতে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪টি বড় ছুরি, সাতটি চাপাতি ও তিনটি ছোট ছুরি। এই ঘটনায় কেউ আটক হয়নি।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদক, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে