লক্ষ্ণীছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশী অস্ত্র, গুলি, মুঠোফোন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে সেনাসদস্যরা। শনিবার রাত থেকে রোববার সকাল আটটা পর্যন্ত উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা পার্শ্ববর্তী লেলাং ইউনিয়নের দুটি বাড়িতে এ অভিযান চালায়।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানায়, অভিযানে নেতৃত্ব দেন মেজর সাইফুর রহমান তুর্জো। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন মো. ইফতেখার আলম ভূঁইয়া এবং সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. আতিকুর রহমান।
মেজর সাইফুর রহমান মুর্জোর নেতৃত্বে মোট ২০ জন সেনাসদস্য এ অভিযানে অংশ নিয়ে প্রথমে নয়াহাট ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিমের বাড়ি তল্লাশি চালায়। পরে উপজেলার গোপালঘাটা ৮ নং ওয়ার্ডের মো. বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে এসব অস্ত্র ও সরঞ্জামের সন্ধ্যান মেলে। ওই বাড়ি থেকে তল্লাশী চালিয়ে একটি চায়না পিস্তল, একটি পয়েন্ট টুটু অস্ত্র এবং ১৯৯ রাউন্ড পয়েন্ট টুটু গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৫ রাউন্ড এ্যামুনেশন, একটি এফসিসি ও দুটি কার্তুজ ব্লাঙ্ক মেলে। এসময় তল্লাশিতে ১৩টি মুঠোফোন, দুটি পাসপোর্ট, দুটি মদের বোতল এবং একটি পেনড্রাইভ পাওয়া যায়। পরে আরো তিনটি চাকু, একটি চেইন, একটি রাবার স্টিক, দুটি ডকার এবং দুটি সিমকার্ডও উদ্ধার করা হয়।
আটককৃত সন্ত্রাসীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনী। লক্ষ্ণীছড়ি জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল মো: তাজুল ইসলাম জাানান, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।