কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের ডাক বাংলা সাধারণ গ্রন্থাগারে আজ রোববার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে ঢাকা বিভাগের কার্যালয়ে পরিচালক (যুগ্ম সচিব) স্থানীয় সরকার বিভাগে মোঃ আব্দুর রহিম প্রধান অতিথি হিসাবে সাইবার জোন উদ্ভোধন করেন। সাইবার জোন উদ্ভোধন শেষে প্রধান অতিথি আব্দুর রহিম বলেন, বাজিতপুর একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই উপজেলায় সাধারণ গ্রন্থাগারের মাধ্যমে ৮ টি কম্পিউটারে ফি বিহীন বিভিন্ন বয়সের লোকজন সেবা নেওয়ায় তিনি নিজেকে গর্ববোধ করেন। বর্তমানকালে ইন্টারনেটের যুগ যে কেউ এই সেবা নিতে পারে। তিনি বলেন, কোনো লোক জাতে সেবা থেকে বঞ্চিত না হয় সেই জন্য উপজেলা প্রশাসনকে এই সব কথা বলেন। বক্তব্য রাখেন, বাজিতপুর স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. সামসুস সালেহীন, উপজেলা প্রকৌশলী বনি আমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ বাবুল মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন বিভাগে ১২ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করেন। সবিশেষে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।