কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সাগরে তিন পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন।রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। সি সেইফের কর্মকর্তা ইমতিয়াজ জানান, দুপুরে তিনজন পর্যটক নিখোঁজ হন। পরে রেসকিউ বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা সম্ভব হয়, তবে একজনের সন্ধান এখনো মেলেনি।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. আজিম খান জানান, বগুড়া থেকে এসএসসি পরীক্ষা শেষ করে স্বপরিবারে কক্সবাজার ভ্রমণে আসেন আহনাফ। তিনিই এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হচ্ছে। বিচ কর্মী মাহবুব জানান, আহনাফকে খুঁজতে জেলা প্রশাসনের সহযোগিতায় নাজিরার টেকসহ বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে।