রাজনীতিবিদদের সহযোগিতা ছাড়া সংস্কার টেকসই হবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩০ পিএম
রাজনীতিবিদদের সহযোগিতা ছাড়া সংস্কার টেকসই হবে না: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রমে সাফল্য পেলেও রাজনীতিবিদদের সদিচ্ছা ও সমর্থন ছাড়া তা টেকসই করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকায় বিআইডিএসের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “সংস্কার কাজ চালু রাখতে গিয়ে আমরা টের পাচ্ছি—রাজনীতি সবকিছুর নির্যাস। শুধুমাত্র বক্তৃতা বা সভা-সমাবেশ নয়, রাজনীতি মানে দেশের প্রতি দৃষ্টিভঙ্গি, দরদ এবং মমতা। যারা দেশের জন্য সত্যিকারের কাজ করতে চায়, তাদের সহযোগিতা ছাড়া কোনো সংস্কার টেকসই হবে না।” তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে ভুলও হচ্ছে, তবে ভালো কাজগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি জানান, বিদেশি সহায়তা ও ঋণ আসছে এবং সরকার চার বিলিয়ন ডলার শোধ করেছে। সমালোচনা অনেক হলেও কার্যক্রম ধীরগতি হলেও তা থেমে নেই। তিনি বললেন, “গালিগালাজ খাই, কিন্তু আমরা চেষ্টা করছি পজিটিভ করতে। আমাদের লক্ষ্য হলো টেকসই সংস্কার প্রতিষ্ঠা করা।”

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, “সংস্কার একদিনে সম্পন্ন হয় না। এটি টেকসই করার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হয়। প্রক্রিয়ায় রাজনৈতিক বাধা ও সমালোচনা থাকলেও মূল লক্ষ্য অক্ষুণ্ণ রাখা প্রয়োজন।” তিনি আরও বলেন, কাঠামোগত পরিবর্তনের পথে জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলন এবং সমালোচনা কিছুটা বাধা সৃষ্টি করেছে। তবে কাজের ফোকাস হারালে সংস্কারের প্রকৃত ফলাফল ধোঁয়াশায় পড়তে পারে।

ড. সালেহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “সরকার কোনো বাহবা চাইছে না, তবে যৌক্তিক কাজে অন্তত সহযোগিতা করুন। দেশ ও মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও ‘জুলাই গণঅভ্যুত্থান’ দেখতে হতে পারে।” তিনি এনবিআরের সংস্কারকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। বহু কর্মী আন্দোলন এবং ধর্না দিলেও যথাযথ সহযোগিতা ছাড়া কাজ পুরোপুরি সফল হয়নি।

বইটিতে বিদ্যুৎ, জ্বালানি, উন্নয়ন ও অর্থনীতির বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খানের লেখা সম্পাদকীয় সংকলিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এবং দেশ-বিদেশের শিক্ষাবিদ ও অর্থনীতিবিদরা।

আপনার জেলার সংবাদ পড়তে