কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ এএম
কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি ছিল পাওয়ার কার, যা ইঞ্জিন থেকে মাঝামাঝি অংশে যুক্ত ছিল। ভদ্রকালী এলাকায় পৌঁছানোর আগে হলহলিয়া রেলসেতুর কাছে হঠাৎ করেই বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হতে শুরু করে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বিষয়টি কর্তব্যরত কর্মীদের জানান। কিছুক্ষণ পর ট্রেনটি থামানো হলে দেখা যায় বগিটি লাইনচ্যুত হয়েছে।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন গণমাধ্যমকে জানান, আক্কেলপুর রেলস্টেশনের প্রায় দুই কিলোমিটার দক্ষিণে বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি বগি আলাদা করে জয়পুরহাট স্টেশনে নেওয়া হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে এবং লাইনচ্যুত বগিটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইনচ্যুতির পর থেকে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন আটকে পড়েছে। জরুরি ভিত্তিতে রেল কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে