কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গালাগালি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা। সোমাবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। এরপর সেখান থেকে মিছিল শুরু করে রাজশাহী নগরীর রেলগেট হয়ে ভদ্রা মোড়ে অবস্থান নেন। সেখানে হয় সমাবেশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকুরীতে কারিগরি শিক্ষার্থীদের কোটা বাদ দিতে টানা আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে রুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করার সময় কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশ্লীল শ্লোগান দেয় ও গালাগালি করে। শিক্ষার্থীরা বলেন, রুয়েট শিক্ষার্থীরা এনিয়ে মাফ না চাওয়া পর্যন্ত তারা ধারাবাহিক আন্দোলন করবেন।দুপুর ১ টার আন্দোলন শেষ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।