ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৪ এএম
ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লীদের ওপর সাদপন্থীদের বর্বরোচিত হামলায় নিহত ও আহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া-চৌরাস্তা এলাকায় ওলামা মাশায়েখ, তাবলীগ সাথী ও তাওহীদী জনতা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সোনারগাঁ ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা উবায়দুল কাদের নদভী, মাওলানা সাদিকুর রহমান, মুফতী মুহাম্মাদ সাইদুর রহমান, মুফতি আবু বকর কাশেমী, মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল দাইয়ান, মাওলানা কামাল হোসেন, মাওলানা মোহম্মদ উল্লাহ, মুফতি রুহুল আমীন কাসেমী প্রমুখ। এসময় বক্তারা বলেন, মানুষের মধ্যে মতের বিরোধিতা থাকতে পারে। কিন্তু মানুষ হয়ে মানুষকে হত্যা করা যায় না। আমরা এ হত্যাকারীদের বিচার চাই। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তারা সরকারের কাছে দাবী জানায়। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মোগড়াপাড়া-চৌরাস্তা এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিন করে।

আপনার জেলার সংবাদ পড়তে