কচুয়ায় বড়দিন উদযাপন

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৪ এএম
কচুয়ায় বড়দিন উদযাপন

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে জেলার বিভিন্ন স্থানের মতো কচুয়ায় বাংলাদেশ লুথারেন চার্চ মিশনে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন হয়েছে। এ উৎসবে শিশুসহ খ্রীস্টান সম্প্রদায়ের নানা বয়সের মানুষের অংশ গ্রহণ দেখা গেছে। ২৫ ডিসেম্বর কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে অবস্থিত বাংলাদেশ লুথারেন চার্চ মিশনে সাংবাদিক,কচুয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, শিশু সহ উপস্থিত সকলকে নিয়ে কেক কাটা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা ও চার্চে ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন হচ্ছে। চার্চে রং-বে রং এর ষ্টার এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে আয়োজন করা হয়েছে নানা বর্ণের সুস্বাদু খাবারের। এদিন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,সাংবাদিক রাকিবুল হাচান,সাংবাদিক খান সুমন, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক ১ নং সদস্য ইমরান হোসেন,কচুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক খান হিমেল, ছাত্র নেতা শিকদার নাজমুল সাকিব, ছাত্র নেতা তামিম শেখ, পালক পোষ্টর শ্যামল কুমার দাস ছাড়াও কচুয়া লুথারেন চার্চ মিশনের দায়িত্ব প্রাপ্ত পালক উথান হালদার উপস্থিত ছিলেন।বড়দিনের উৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপন হয় এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে