গজারিয়া মেঘনার আলোচিত ‘নৌ ডাকাত’, ২৭ মামলার আসামি গুয়াগাছিয়ার আক্তার গ্রেপ্তার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম
গজারিয়া মেঘনার আলোচিত ‘নৌ ডাকাত’, ২৭ মামলার আসামি গুয়াগাছিয়ার আক্তার গ্রেপ্তার

গজারিয়া মেঘনার আলোচিত ‘নৌ ডাকাত’, ২৭ মামলার আসামি গুয়াগাছিয়ার আক্তার গ্রেপ্তার। মেঘনার আলোচিত ‘নৌ ডাকাত’, ২৭ মামলার আসামি ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্পের সদস্যদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম এজাহারনামীয় আসামি আক্তার সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার তিতাস থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মো. আক্তার সরকার (৫০), গজারিয়ার গুয়াগাছিয়া সরকারবাড়ি এলাকার আ. মজিদ সরকারের পুত্র।

র‍্যাব জানায়, গত ২৫ আগস্ট বিকালে গজারিয়া থানা ও গুয়াগাছিয়া অস্থায়ী ক্যাম্পের পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে অভিযান পরিচালনার করার জন্য রওনা করেন। অভিযান পরিচালনাকালে সরকারি স্পিডবোড যোগে গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের অর্ন্তগত জামালপুর এলাকার মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পৌছামাত্র পুলিশ সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে নয়ন-পিয়াস এবং গ্রেপ্তারকৃত আসামি আক্তারের নের্তৃত্বে প্রায় ৪০-৫০ জন ডাকাত সদস্য ৪-৫ টি হাইস্পিডি ট্রলার যোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং চর্তুদিক হতে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পুলিশের বাঁধার মুখে পতিত হয়ে ডাকাত সদস্যরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি করে আসছে নয়ন, পিয়াস, আক্তার বাহিনীর সদস্যরা। গত এক বছরে নদীতে কয়েক দফা গোলাগুলিতে স্থানীয় কয়েকজন তাদের হাতে খুন হন। তাদের ভয়ে এলাকার শতাধিক পরিবার গ্রাম ছাড়া হয়েছিল।

এর প্রেক্ষিতে র‍্যাব-১১, সদর কোম্পানী নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৭সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সদস্য ও হত্যা, ডাকাতি, মাদক অপহরণসহ ২৭ মামলার আসামি মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তার সরকারকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে একই তারিখ রাত আড়াইটার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন মোল্লাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবহৃত বিশেষ ইঞ্জিন চালিত নৌকা, ৫টি পিতলের তৈরি নৌকার পাখা, ২টি চুম্বক, ১টি বাইনোকুলার, ১টি ছোরাসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, আক্তার সরকারের নামে মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় ৪টি হত্যা, ২টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ৪টি বিস্ফোরক, ১টি মাদক, ১৪টি হত্যাচেষ্টাসহ মোট ২৭টি মামলা রয়েছে।

আক্তারকে আটকের পর গজারিয়া থানায় হস্তান্তরের করেছে   বলে জানিয়েছে র‍্যাব।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনারুল আলম আজাদ বলেন আগামীকাল রিমান্ড  চেয়ে মুন্সিগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে