বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) ময়মনসিংহ জেলা ইউনিটের অন্তর্গত গফরগাঁও উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাঁকজমকপূর্ণ পরিবেশে গফরগাঁও সরকারি কলেজ প্লাটুনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির সহ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ জেলা ইউনিটের সভাপতি সারোয়ার হোসেন।
উপজেলার এক্স ক্যাডেটদের প্রত্যক্ষ ভোটে দিনব্যাপী নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। নব-নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে রিফাত হোসেন দিলু, সিনিয়র সহ-সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকী, সহ সভাপতি আনছারুল হক, সাধারণ সম্পাদক রিফাত খান, সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ রিয়াম হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান অতিথি সারোয়ার হোসেন। নির্বাচন কমিশন প্যানেলে দায়িত্ব পালন করেন বিওয়াইসিএফ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মারিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক প্রনয় চন্দ্র বর্মন ও জামালপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান, শেরপুর জেলার সদস্য নাদিম এবং রাফি উদ্দিন।
নির্বাচন শেষে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় কলেজ অধ্যক্ষ তাদের অভিনন্দন জানান এবং বিওয়াইসিএফ এর সকল সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করার জন্য দিক নির্দেশনা দেন।