কমলগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৫ পিএম
কমলগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি জমি থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবককের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামের সাত্তার মিয়ার ছেলে লিটন মিয়ার লাশটি গ্রামের মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। 

জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা মসজিদের পাশে লিটন মিয়ার জবাই করা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ঘটনাটি শুনে সরেজমিনে এসে দেখেছি। লাশ উদ্ধার করা হচ্ছে। 

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয় জানা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে