গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাওলানা ভাসানী তিস্তা সেতুর নিরাপত্তা রক্ষায় হরিপুর এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে আরআরএফ পুলিশ মোতায়ন করা হয়েছে। সেতুর হরিপুর এলাকা থেকে চিলমারী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দুরত্ব পায়ে হেঁটে টহল দেয়া অত্যন্ত কষ্টকর হওয়ায় পিক-আপ ভ্যানের দাবি করেছেন টহল পুলিশ। এদিকে সেতুর ল্যাম্পপোষ্টের চুরি যাওয়া তার বৃহস্পতিবার হতে সংযোগ দিতে শুরু করেছেন চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান।
গত ১ সেপ্টেম্বর সোমবার রংপুর রেঞ্জের আর আর এফ পুলিশকে সেতুর নিরপত্তার দায়িত্ব বুঝে দিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ। আপাতত সেতুর হরিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্পে অবস্থান করে সেতুর নিরাপত্তায় ১৫ জন পুলিশ সদস্য রুটিন দায়িত্ব পালন করছেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর-চিলমারী তিস্তা নদীর উপর গত ২০ আগষ্ট ‘মাওলানা ভাসানী তিস্তা সেতু’ উদ্বোধন করা হয়। সেইদিন সন্ধ্যায় সেতুর দুই পাশ থেকে নিরাপত্তাকর্মী সরিয়ে নেয়া হলে ওইদিন রাতেই ল্যামপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির রেশ কাটতে না কাটতেই সেতুর রিফ্লেক্টর লাইট চুরির ঘটনা ঘটে। ২৪ আগস্ট রোববার রাতে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন যুবক হাদিয়া জামান ও মোকছেদুল ইসলাম। এনিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তির জন্ম দেয়। বিষয়টি নিয়ে পত্রপত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে মোতায়ন করা হয় পুলিশ।
সেতুর দায়িত্বে থাকা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মামুন মিয়া বলেন, সেতুটি দেড় কিলোমিটার এছাড়া সেতুর দুই পাশে আরও এক কিলোমিটারসহ মোট আড়াই কিলোমিটার টহল দিতে হয়। পায়ে হেঁটে টহল দেয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সে কারনে একটি পিক-আপ ভ্যান জরুরী। পিক-আপ ভ্যান হলে দায়িত্ব পালন আরও বেগবান হবে। সেতু এবং পুলিশ কর্তপক্ষের যেকোন দপ্তর হতে একটি পিক-আপ ভ্যান সরবরাহ করলে দায়িত্ব পালনে অনেকটা সুবিধা হবে।
উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, গত ১ সেপ্টেম্বর সোমবার হতে সেতুর নিরাপত্তা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে পুলিশি টহল চালু করা হয়। বৃহস্পতিবার হতে সেতুর ল্যাম্পপোষ্টের চুরি হওয়া তার পুন:সংযোগ দেয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তপক্ষের সদস্যগণ দ্রুত কাজ করছেন। আশা করা যাচ্ছে তার সংযোগের কাজ দ্রুত শেষ হবে। সংযোগ হয়ে গেলে সেতু এলাকায় আলো ছড়িয়ে পড়বে। পুলিশের পিক-আপ ভ্যানের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি তিনি অবগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
থানা অফিসার ইনচার্জ বলেন, টহল পুলিশ পিক-আপ ভ্যানের বিষয়টি জানিয়েছেন। সেতু ও পুলিশের উদ্ধর্তন কতৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।