স্বপরিবারে চাটমোহরের ভোটার হলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৬ পিএম
স্বপরিবারে চাটমোহরের ভোটার হলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবার স্বপরিবারে চাটমোহরের ভোটার হলেন। চাটমোহর উপজেলার বোঁথড় পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা হিসেবে তিনি ভোটার তালিকায় নাম উঠালেন। এখন সে চাটমোহরের মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিবেন। হাসান জাফির তুহিন পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা হলেও বিএনপির প্রাথমিক মনোনয়ন লাভ করার পর গত দুই মাসের অধিক সময় চাটমোহর উপজেলার বিলচলনে ইউনিয়নের বোঁথর গ্রামে বসবাস করছেন।  

ইতোমধ্যে তিনি বিলচলন ইউনিয়নের বোঁথড় পশ্চিমপাড়াা গ্রামের বাসিন্দা হিসেবে জাতীয় পরিচয়পত্র লাভ করেছেন। তিনি ভোটার তালিকাও পরিবর্তন করে  একই ঠিকানার ভোটার তালিকায় তালিকাভূক্ত হলেন। সেই সাথে তার স্ত্রী নিলুফার সুলতানা এবং পুত্র ইফতিসাম জাফির ইফতিকেও বোঁথর গ্রামের ভোটার তালিকাভুক্ত করেছেন। এখন তাঁরা চাটমোহর উপজেলার সংশোধিত ভোটার তালিকা অনুসারে সকন নির্বাচনে বোঁথর ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন।

এক প্রতিক্রিয়ায় কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন তাকে পাবনা-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন,তখনই আমি চাটমোহরে বসবাস শুরু করি। এখন আমি চাটমোহরের মানুষ। বহিরাগত হিসেবে যারা আমাকে চিহ্নিত করার অপচেষ্টা করছেন,তারা হয়তো এখন ভাববেন। তাছাড়া দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতা যে কোন সংসদীয় আসনে নির্বাচন করতে পারেন। এজন্য সেই এলাকার ভোটার হওয়ার প্রয়োজন নেই। তুহিন বলেন,আমি চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার মানুষ হিসেবে থাকতে চাই। সে কারণেই এখানকার ভোটার হয়েছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে