বাঘায় বীর মুক্তিযোদ্ধার ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৪ পিএম
বাঘায় বীর মুক্তিযোদ্ধার ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন

রাজশাহীর বাঘায় বীর মুক্তিযোদ্ধার ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা আহবায়ক কমিটি সোমবার (৮ সেপ্টেম্বর) এ কমিটির অনুমোদন করেন। 

জানা গেছে, দীর্ঘদিন থেকে বাঘা উপজেলা বীর মুক্তিযোদ্ধার কমিটি না থাকায় একে অপর সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। এর প্রেক্ষিতে জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন ও আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকার স্বাক্ষরিত জেলা মুক্তিযোদ্ধার প্যাডে ৭ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদক দেওয়া হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা সফিউর রহমানকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া সদস্য করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।

আপনার জেলার সংবাদ পড়তে