পিরোজপুরের ইন্দুরকানীতে উপজলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ৭২২ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার পাড়েরহাট ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে পোনা অবমুক্ত করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হাসান বিন মুহাম্মাদ আলী, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার সহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।