মুন্সীগঞ্জের গজারিয়ায় এক মাদ্রাসার শিক্ষার্থী'কে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ওই শিক্ষকের বিরুদ্ধে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে গেল সোমবার সকালে উপজেলার ভবেরচর ইউনিয়ন কলেজ রোড এলাকায় গড়ে উঠা একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক সূত্রে জানা যায়, হিফজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান (১২) পাঠদান স্পষ্ট ভাবে বুঝতে না পারায় বেত্রাঘাত করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক মোশাররফ হোসেন। এতে ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে দাগ পড়ে।
অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেন এ বিষয়ে কোন কথা বলতে রাজী হননি। তবে ওই প্রতিষ্ঠানের হাফেজ মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন ঘটনার পরপর অভিযুক্ত শিক্ষক প্রতিষ্ঠান থেকে চলে গেছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।