গফরগাঁওয়ে পূবালী ব্যাংকের বৃক্ষরোপন ও কুইজ প্রতিযোগিতা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩০ পিএম
গফরগাঁওয়ে পূবালী ব্যাংকের বৃক্ষরোপন ও কুইজ প্রতিযোগিতা

ময়মনসিংহর গফরগাঁওয়ে পূবালী ব্যাংক পিএলসির স্কুল ব্যাংকিং কর্মশালার আওতায় বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (৯ সেপ্টন্বর) বেলা ১১টায় গফরগাঁও মহিলা কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি গফরগাঁও শাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান।

তিনি তার বক্তব্যে বলেন, গাছ লাগাই, জীবন ও পরিবেশ বাঁচাই- এই স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ আরও সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় পূবালী ব্যাংক পিএলসি গফরগাঁও শাখার অন্যান্য কর্মকর্তা, কলেজের শিক্ষক ও  শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত কলেজের শিক্ষার্থীদের মাঝে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে