ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩১ পিএম
ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময় সভা
কুড়িগ্রামের নব যোগদানকৃত জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর পরিচিতি ও মতবিনিময় সভা ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এসময় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম,সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার খন্দকার সারওয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজ কিরন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান মানিক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা কুড়িগ্রাম। এখন অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করে এই জেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। এজন্য তিনি সকল দপ্তরের কর্মকর্তাকে সমন্বিতভাবে একসাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,এ জেলার মানুষ অত্যন্ত সহজ সরল। তাদের ভাগ্য উন্নয়নে, শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন, মাদক নিয়ন্ত্রন, বাল্য বিবাহ প্রতিরোধ প্রভৃতি বিষয়ে সকলকে এক যোগে কাজ করতে হবে। তিনি শারদীয় দুর্গোৎসব সফল, সুন্দর ও আন্ন্দঘন পরিবেশে অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে ভূরুঙ্গামারী উপজেলার নামকরন, সমস্যা, সম্ভাবনা ও দর্শনীয় স্থান নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে