বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে মঙ্গলবার দুপুরে এই বার্ষিক প্রতিবেদন দাখিল করেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি ফাতেমা নজীব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবীবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ।
এসময় রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সার্বিক খোঁজ-খবর নেন। সেইসঙ্গে নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও জানতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।