ডাকসু নির্বাচন

তিন হলে ভোট গণনা শেষে শিবির–সমর্থিত জোটের প্রার্থীরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৭ এএম | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪২ এএম
তিন হলে ভোট গণনা শেষে শিবির–সমর্থিত জোটের প্রার্থীরা এগিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে শিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা শীর্ষ পদগুলোতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে অমর একুশে হল, সুফিয়া কামাল হল ও ফজলুল হক মুসলিম হলের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম মোট ২ হাজার ৭৫০ ভোট পেয়েছেন। অন্যদিকে, ছাত্রদল–সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৭৪৩ ভোট। ফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন আবু সাদিক কায়েম।

একইভাবে জিএস পদেও শিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ এগিয়ে রয়েছেন। তিনি তিন কেন্দ্রে মোট ১ হাজার ৯৯৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৯৯২ ভোট।

ডাকসুর এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন।

এবার ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে ভোটারদের ৪১টি পদে ভোট দিতে হয়েছে। নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে অন্তত ১০টি প্যানেল অংশ নিচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কম নয়।

দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন ও কারচুপির নানা অভিযোগ ওঠে। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা
আপনার জেলার সংবাদ পড়তে