ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু, মনোনয়ন দিলেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৪ এএম
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু, মনোনয়ন দিলেন ম্যাক্রোঁ
সেবাস্তিয়ান লেকর্নু

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এলিসে প্রাসাদ জানায়, লেকর্নু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ফ্রান্সের পরবর্তী বাজেট প্রণয়নের দায়িত্ব পালন করবেন।

এর আগে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু সংসদের আস্থা ভোটে পরাজিত হন। তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে পদত্যাগপত্র জমা দেন। মাত্র ৯ মাস ক্ষমতায় থেকে বাইরুর বিদায়ে লেকর্নু ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন।

বাইরুর সরকারের প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ইউরোর সাশ্রয় পরিকল্পনায় সরকারি ব্যয় স্থগিত রাখা এবং দুটি সরকারি ছুটি বাতিলের মতো বিষয় ছিল, যা জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। ভোটাভুটিতে ৩৬৪ জন এমপি তাঁর বিপক্ষে এবং মাত্র ১৯৪ জন পক্ষে ভোট দেন। সরকার টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ২৮০ ভোটের তুলনায় বিপক্ষে ভোট অনেক বেশি হওয়ায় বাইরুর পতন নিশ্চিত হয়।

লেকর্নুর দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বর্তমানে ফ্রান্সের ঋণ ৩.৩ ট্রিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা দেশের মোট জিডিপির ১১৪ শতাংশ। অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ও জনগণের আস্থা অর্জন তাঁর জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে