চার হলের পর জগন্নাথ হলে ব্যবধান কমালেন ছাত্রদল সমর্থিত আবিদুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৩ এএম
চার হলের পর জগন্নাথ হলে ব্যবধান কমালেন ছাত্রদল সমর্থিত আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলের ফলাফল ঘোষণায় নতুন চিত্র সামনে এসেছে। এ হলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান উল্লেখযোগ্য ভোট পেয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েমের সঙ্গে ব্যবধান কমাতে সক্ষম হয়েছেন।

ঘোষিত ফলে দেখা যায়, আবিদুল ইসলাম খান জগন্নাথ হলে পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট। অন্যদিকে এতদিন শীর্ষে থাকা সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট। এছাড়া বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ২১ ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ১৭১ ভোট এবং স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২৭৮ ভোট।

এর আগে অমর একুশে হল, সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল ও শামসুন্নাহার হলের ফলাফল ঘোষণা করা হয়েছিল। ওই চার হলে সাদিক কায়েম পেয়েছিলেন মোট ৪ হাজার ১৯৪ ভোট, আর আবিদুল ইসলাম খান পেয়েছিলেন ১ হাজার ১৭৭ ভোট। ফলে জগন্নাথ হলের ফলাফলের পর প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে এই ভোট অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩ ছাত্র হলে ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ২৩৪টি পদে লড়েছেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে শিক্ষার্থীদের এবার ভোট দিতে হয়েছে ৪১টি পদের জন্য।

প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে অন্তত ১০টি প্যানেল। এর বাইরে একাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হলেও প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন ও কারচুপির অভিযোগ উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে