জিএস পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেঘমল্লার ও ফরহাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৫ এএম
জিএস পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেঘমল্লার ও ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলের ফলাফল ঘোষণার পর জিএস পদে জমে উঠেছে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। বাম সমর্থিত প্যানেলের প্রার্থী মেঘমল্লার বসু ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ এখন ভোটের ব্যবধানে প্রায় সমানে সমান অবস্থানে রয়েছেন।

জগন্নাথ হলে ঘোষিত ফলে দেখা যায়, মেঘমল্লার বসু পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট, আর এস এম ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট। তবে আগের চারটি হলে ভালো ফল করার কারণে ফরহাদের মোট ভোট দাঁড়িয়েছে ২ হাজার ২৪৯। অন্যদিকে মেঘমল্লারের মোট ভোট এখন পর্যন্ত ২ হাজার ১৯৫।

একই পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামিম জগন্নাথ হলে পেয়েছেন ৩৯৮ ভোট। তার মোট ভোট এখন ১ হাজার ৩৬৭। বৈষম্যবিরোধী প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদার এ হলে পেয়েছেন ২১ ভোট, ফলে তার মোট ভোট দাঁড়িয়েছে ৩৬৮।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ চলে। এরপর গণনা শেষে একে একে বিভিন্ন হলের ফলাফল প্রকাশ শুরু হয়। নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ২৩৪টি পদে লড়ছেন আরও ১ হাজারের বেশি প্রার্থী।

এবারের নির্বাচনে শিক্ষার্থীদের ভোটের হার ছিল উল্লেখযোগ্য। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ফলাফলকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে জিএস পদে ফরহাদ ও মেঘমল্লারের প্রতিদ্বন্দ্বিতা ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত জমে উঠেছে।
আপনার জেলার সংবাদ পড়তে