ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, শারীরিক শিক্ষা কেন্দ্র এবং টিএসসি কেন্দ্রসহ সাতটি হলের ফলাফল ঘোষণার পর দেখা গেছে, ছাত্রশিবিরের প্রার্থীসারা ভিপি ও জিএস পদে বিপুল ভোটে এগিয়ে আছেন।
কার্জন হল কেন্দ্রে অনুষ্ঠিত অমর একুশে হল, ফজলুল হক হল ও শহীদুল্লাহ হলের ফলাফলে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম যথাক্রমে ৬৪৪, ৮৪১ এবং ৬৬১ ভোট পেয়েছেন। একইভাবে জিএস পদে এসএম ফরহাদ পেয়েছেন ৪৬৬, ৫৮৯ এবং ৫৭০ ভোট। শারীরিক শিক্ষা কেন্দ্রের জগন্নাথ ও জহুরুল হক হলে সাদিক কায়েমের মোট ভোট দাঁড়িয়েছে যথাক্রমে ১০ এবং ১৪৭২, আর এসএম ফরহাদ পেয়েছেন ৫ এবং ৬৭০ ভোট। টিএসসি কেন্দ্রের রোকেয়া হলে কায়েম পেয়েছেন ১৪৭২ ভোট, ফরহাদ ১১২০ ভোট।
ছাত্রদল সমর্থিত প্রার্থী ভিপি আবিদুল ইসলাম খান এই সাত হলে মোট ৩১২০ ভোট পেয়ে সমালোচনার ন্যূনতম ব্যবধান কমিয়ে আনেন। অন্যদিকে জিএস পদে ছাত্রদল সমর্থিত শেখ তানভীর হামিম পেয়েছেন মোট ২২২৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ১৭৭৪ ভোট, আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন ১১৫০ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। শিক্ষার্থীরা মোট ছয়টি ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে ভিপি ও জিএস পদে ভোটের পাশাপাশি এজিএস, সম্পাদক ও সদস্য পদেও ভোট গ্রহণ হয়েছে।
এই নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে ধারণা দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।