ভাঙ্গায় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ এএম
ভাঙ্গায় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয়রা ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শতাধিক যানবাহন আটকে যায়।

অবরোধকারীরা রোদ থেকে বাঁচতে মহাসড়কে সামিয়ানা টাঙিয়ে অবস্থান নেন এবং ঘোষণা দেন, ভাঙ্গাকে বিভক্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। তাদের অভিযোগ, ফরিদপুর-৪ আসন দীর্ঘদিন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। কিন্তু নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে। এ সিদ্ধান্তকে অন্যায্য ও স্থানীয় জনগণের মতের পরিপন্থী দাবি করে এলাকাবাসী মহাসড়ক অবরোধে নামেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, এত মানুষের ভিড়ে পুলিশ কার্যত অসহায় হয়ে পড়েছে। স্থানীয়রা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলেই জানিয়েছেন। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, বিষয়টি জাতীয় পর্যায়ের এবং স্থানীয় প্রশাসনের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এলাকাবাসীর দেওয়া স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, তবে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

এর আগে, ৫ সেপ্টেম্বর এলাকাবাসী দুই দফা সড়ক অবরোধ করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে আন্দোলন স্থগিত করেছিলেন। কিন্তু তাতে সমাধান না আসায় পরবর্তী সময়ে লিগ্যাল নোটিশ এবং রিটের মাধ্যমে প্রজ্ঞাপন বাতিলের উদ্যোগ নেওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবকে লিগ্যাল নোটিশ পাঠান। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেয়ে ৯ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দাখিল করা হয়।

তবে নির্বাচন কমিশন আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইন অনুযায়ী প্রকাশিত আসনবিন্যাসের চূড়ান্ত তালিকা নিয়ে আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, বিক্ষোভ-আন্দোলন করে কোনো লাভ হবে না।

আপনার জেলার সংবাদ পড়তে