সাপাহারে জবই বিল পাড়ে বৃক্ষরোপণ

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) :
| আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫১ পিএম | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫১ পিএম
সাপাহারে জবই বিল পাড়ে বৃক্ষরোপণ

নওগাঁর সাপাহারে জবই বিলে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গোপালপুর সড়কের পাশে এই কর্মসূচি বাস্তবায়ন হয়।

সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহানুর রহমান সবুজ বলেন, “এই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে বিলের আবাসিক পাখিদের নিরাপদ আবাস গড়ে তোলা এবং পর্যটকদের জন্য নির্মল ছায়া ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, গৌরিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান ও সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।

এ ছাড়া সংস্থার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক কারিমসহ অন্যান্য সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

আয়োজক সংস্থা জানিয়েছে, জবই বিলের পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য একটি সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে