ভালুকায় ৬ ডাকাত গ্রেফতার

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম
ভালুকায় ৬ ডাকাত গ্রেফতার

ভালুকা উপজেলার কাঠালী গ্রামের সততা ফিড মিলের সামনে একদল ডাকাত সমবেত হয়ে বসতবাড়ী ও একটি গরুর খামারে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃদদের আদালতে পাঠানো হয়েছে। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ জানতে পারে কাঠালী গ্রামের সততা ফিড মিলের সামনে একদল ডাকাত সমবেত হয়ে বিভিন্ন বসত বাড়ি ও গরুর খামারে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এসময় ভালুকা থানার এসআই (নিঃ) গোবিন্দ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাইফুল ইসলাম (৩৮), মোঃ মনির হোসেন (২৮), ,মোঃ শাজাহান মিয়া (২৭),শিপন মিয়া (২৩), মোঃ আব্দুল মমিন রুমন (২৪),শহিদুল ইসলাম (৩০),কে গ্রেফতার করে। গ্রেফতারাকৃত ৫ ডাকাত মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ও একজন ময়মনসিংহ জেলার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে দা, বড় চায়না টর্চ লাইট, হেক্সো ব্লেড, লোহার পাইপ, লম্বা রশি, ডাকাতি কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। ডাকাতি আইনে মামলা দিয়ে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে