সৈয়দপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৭ পিএম
সৈয়দপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনে ৯ সেপ্টেম্বর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ফাইভ স্টার মাঠে গিয়ে শেষ হয়। এরপর সৈয়দপুর ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রূপা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার। বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সহ- সভাপতি এ্যড, এস, এম ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী, সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক, এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ। এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলা-উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে