ওসমানী মেডিকেলে দুদকের অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৩ পিএম
ওসমানী মেডিকেলে দুদকের অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

সিলেটের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন দুদক সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।

অভিযানকালে দুদকের দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, রোগীদের খাবার ও ওয়াশরুম ঘুরে দেখে। পাশাপাশি, দাফতরিক নথিপত্রও তলব করে যাচাই-বাছাই করা হয়।

দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে-হাসপাতালজুড়ে অপরিচ্ছন্নতা, আউটসোর্সিংয়ে অনিয়ম, রোগীদের জন্য বরাদ্দ ওষুধ বাইরে বিক্রি করা, নির্ধারিত খাবারের চেয়ে কম দেওয়া, ২৬২ কর্মচারীর তিন মাসের বেতন আটকে রাখা এবং অ্যাম্বুলেন্সে অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে প্রতিটি অ্যাম্বুলেন্স থেকে মাসে বাড়তি ১,৮০০ টাকা আদায়।

দুদকের কর্মকর্তারা জানান, অভিযানে পাওয়া এসব অনিয়মের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা বলেন, দীর্ঘদিন ধরেই ওসমানী মেডিকেলের সেবার মান নিয়ে নানা অভিযোগ আসছে। রোগীদের অভিযোগের ভিত্তিতে এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রতিদিন গড়ে দেড় হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন ৫০০ শয্যার এ হাসপাতালে। রোগী ও স্বজনদের অভিযোগ-অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তবে দুদকের আকস্মিক অভিযানকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। তাদের আশা, এ পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে শক্ত বার্তা দেবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে