উপজেলার কাবিলপুর ইউনিয়নের সড়কের গাছ নিলাম ডাকে টেন্ডারবাজি সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লালদীঘি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি উল্লেখ করেন-মসজিদের দ্বিতল ভবনের অসমাপ্ত কাজের জন্য অনেক টাকার প্রয়োজন। এজন্য সড়কের গাছ নিলাম ডাকে অংশ গ্রহনকারীদের কাছে আমরা অনুরোধ করায় তারা নিলাম ডাকে অংশ নেন নাই। আমরা নিজেরাই ডাকে অংশ নিয়ে ২৮ লাখ ৬৬ হাজার টাকায় গাছগুলো ডেকে নিয়েছি। পরবর্তীতে ওগুলো বিক্রি করে সমজিদের উন্নয়নে ব্যয় করা হবে। একটি বিশেষ মহল এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে পুরো বিষয়টিকে বিতর্কিত করে তুলছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এখানে কোট টেন্ডারবাজির ঘটনা ঘটেনি। সরকারি নিয়ম অনুযায়ীই নিলাম ডাক সম্পন্ন হয়েছে।