সরকারি জমিতে আ'লীগ নেতার ভবণ উচ্ছেদ করল প্রশাসন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৬ পিএম
সরকারি জমিতে আ'লীগ নেতার ভবণ উচ্ছেদ করল প্রশাসন

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি জমিতে আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ভবণ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী তিনি পত্তাশী বাজারে এ অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানাযায়,২০২১ সালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার পত্তাশী বাজারে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ করেন। তিনি আওয়ামী লীগ আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে রাস্তার ওপর ভবন নির্মাণের অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয় আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন,আমার ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করেছি। কিন্তু প্রতিপক্ষের ইন্দনে প্রশাসন ভবন ভেঙে ফেলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী বলেন,রাজস্ব রাজস্ব খাতের জমি দখল করে ভবন নির্মাণ আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন। বাজারে লোক চলাচল স্বাভাবিক ও যানবাহন ব্যবহার নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে