জয়পুরহাটের ক্ষেতলালে এক রাতে পাশাপাশি দুই বাড়িতে দুর্র্ধষ চুরির অভিযোগ উঠেছে । সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ক্ষেতলাল পৌর এলাকার সূর্যবান মহল্লার সেনা সদস্য সুজাউল ইসলাম ও সামাদের বাড়িতে এচুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সেনা সদস্য সুজাউল ঢাকায় চাকরিরত থাকেন। ওই রাতে বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা তার একতলা ফ্ল্যাটবাড়ির জানালার থাইগ্লাস কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরিবারের দাবি, প্রায় লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। অন্যদিকে, পাশের বাড়ির মালিক সামাদ অভিযোগ করেন, তার বাড়ি থেকেও কাপড়চোপড় ঘটিবাটি ও নগদ ৭০ হাজার টাকা চুরি হয়েছে।
স্থানীয় সাজাদুল ইসলাম জানান, “সামাদের বাড়িতে চুরির ঘটনা শোনার পর আমি আমার ছোট ভাইয়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি জানালার কাচ কাটা। পরে বুঝতে পারি, তার বাড়িতেও চুরি হয়েছে।”
সেনা সদস্য সুজাউল মুঠোফোনে জানান , “আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি। সকালে খবর পাই বাড়িতে চুরি হয়েছে। এরপর ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি।”
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে জানালার থাইগ্লাস কেটে চোরেরা প্রবেশ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”