বুধহাটায় ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ লোপাট ও হত্যার হুমকি

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০২ পিএম
বুধহাটায় ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ লোপাট ও হত্যার হুমকি

আশাশুনির বুধহাটায় মৎস্য ঘের থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মাছ লোপাট ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে বুধহাটা গ্রামের বিপ্লব হোসেনদের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। এব্যাপারে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করা হয়েছে।

বুধহাটা গ্রামের ফজর আলী সরদারের ছেলে বিপ্লব হোসেন বাদী হয়ে দাখিলকৃত অভিযোগ ও বাদী হানান, একই গ্রামের মৃত জিয়াদ আলীর ছেলে মোজাম হোসেন ও সামাদ হোসেনের ছেলে দীর্ঘদিন বাদীর মৎস্য ঘেরে মাছ চুরি করে আসছে। তারা হাতেনাতে ধরার চেষ্টা করছিল। সোমবার বিকাল ৪ টার দিকে বিবাদীরা মাছ ধরছিল। বাদীরা তাদের ধরতে গেলে তারা হত্যার উদ্দেশ্যে দা, কুড়াল দিয়ে মারতে যায়। এবং অস্ত্রের মুখে জিম্মী করে ঘের থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মাছ ধরে নিয়ে। বিবাদীরা এর আগেও বিভিন্ন সময় বাদীকে হত্যার হুমকি দিয়েছে। বাদী অসহায় দিনমজুর, ঘেরে মাছ চাষ করে পরিবারে ভরনপোষন করে আসছে। বিবাদী ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ঘেরে দীর্ঘদিন মাছ চুরি করে আসছে। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা লোপাটকৃত মাছের টাকা উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন বাদী পক্ষ। 

আপনার জেলার সংবাদ পড়তে