কিশোগঞ্জের কুলিয়ারচর উপজেলা গোবরিয়া আব্দুল্লাহপুর এলাকায় সালেহা খাতুন নামে এক নারীর বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, নিজস্ব সম্পত্তি এবং তিনি দীর্ঘদিন ধরে ঘর নির্মাণ করে সেখানে বসবাস করে আসছিলেন। অভিযুক্ত আবু বক্কর, আবুল কাশেম তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা চালিয়ে আসছেন। বৃহস্পতিবার সকালে আবু বক্কর, আবুল কাশেমসহ ৫-৬ জন পরিকল্পিতভাবে দা, লোহার সাবল, রড ও লাটি নিয়ে বাড়িতে প্রবেশ করে দখলের উদ্দেশ্যে ২টি টিনের ঘর ভাংচুর করে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে আসছে বলে তাদের অভিযোগ। এছাড়া ঘরে থাকা ১ খাট, ২টি সুকেজ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ টাকা। বসতঘরের টিন খুলে নিয়ে ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় বলে এলাকায় অভিযোগ উঠেছে। ঘটনার দিন সালেহা খাতুন বাধা নিলে আবু বক্কর, আবুল কাশেম তার চুল ও কাপড়ে টানা হেছরা করে শ্লীলতাহানি ঘটায় বলে এলাকায় অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার পরিবারকে প্রাণ নাশের হুমকিও দেয়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। অভিযোগ বিষয়ে অভিযুক্তদের জানতে চাইলে তারা কথা বলতে নারাজ প্রকাশ করেন। এ ঘটনায় কুলিয়ারচর থানায় ভুক্তভোগীর ছেলে হাবিব বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কুলিয়ারচর থানার তদন্ত ওসি খোকন চন্দ্র সরকার জানান অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।