রাজশাহীর বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।
জানা গেছে, উপজেলার কলাবাড়িয়া গ্রামের আসকান আলীর বাড়ির পাশে বিক্রির জন্য গ্যাস সিলিন্ডার রাখা ছিল। বুধবার বেলা আড়াইটার দিকে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আসকান আলী, লকিম উদ্দিন, হাসমত আলী, আসাদুল ইসলামের বসত বাড়ির ১১টি কক্ষ, ১টি সিএনজি, ২টি সাইকেল, ২টি ফ্রিজসহ বাড়ির অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা দেন।
এ বিষয়ে চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। দবে আগুন নিয়ন্ত্রণ করতে করতে চারটি বাড়ির ১১টি কক্ষ, ১টি সিএনজি, ২টি সাইকেল, ২টি ফ্রিজসহ পুড়ে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।