মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি অবৈধ সচল ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩।
বুধবার রাতে উপজেলার হিজলবাড়ী বটতলার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৮ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানী কমান্ডার সিপিসি-৩, মেহেরপুর, র্যাব-১২।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ী বটতলার মাঠ নামক স্থানে দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি অস্ত্র লুকায়িত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে লাল কাপড়ে জড়ানো দেশীয় প্রযুক্তিতে লোহার তৈরী ১টি অবৈধ ওয়ান শুটার গান (অস্ত্র) উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।