ভালুকায় দোকানে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৫ পিএম
ভালুকায় দোকানে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

ভালুকা উপজেলার ধীতপুর গ্রামে ছাত্রলীগ ও যুবলীগের নের্তৃত্বে ছাত্রদলের সাবেক সভাপতির দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে দোকান মালিক উপজেলার ধীতপুর ইউনিয়ন ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আরমান মীর। 

বৃহস্পতিবার দুপুরে ভালুকার সিটি গার্ডেন রেস্টুরেন্টে নামে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন বলেন যুবলীগ নেতা মীর ফাহাদ ও ছাত্রলীগ নেতা পলাশ মীর ৫ আগস্টের পর নব্য বিএনপি সেজে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়। এঘটনার জেরে গত ৭ সেপ্টেম্বর দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ১০/১২ জন সন্ত্রাসী দোকানে অতর্কিত হামলা করে দোকান ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়। এসময় দোকানে থাকা স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াসিকুলকে পিটিয়ে আহত করে। আহত কে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে