নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এলাকাবাসী জানান, আবুল কালাম আজাদ জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রামের আওয়ামী লীগ কর্মী রওশন আলম রোশা (৬৫) হত্যা মামলার আসামী। এ কারণে তিনি প্রায় দেড় মাস পলাতক থেকে সম্প্রতি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে এলাকায় আসেন। বুধবার বিকালে তিনি জোনাইল পাগলা বাজারে তার মুদি দোকানে বসেছিলেন। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, তাকে বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়ায় বিএনপি কার্যালয় ভাংচুর ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।