পাকুন্দিয়ায় পাঠাগারে ১৫তম প্রতিষ্ঠাবার্ষীক

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪১ এএম
পাকুন্দিয়ায় পাঠাগারে ১৫তম প্রতিষ্ঠাবার্ষীক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় পাকুন্দিয়া উপজেলার  চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া   শিক্ষার আলো পাঠাগার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারি গন গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রেজাউল হাবিব রেজা , কিশোরগঞ্জ বেসরকারি গ্রন্থাগারের  সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সাদী, কবি চড়াকার সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আঃ মোমেন ,এসে এ আইডিয়াল স্কুল পরিচালক সারোয়ার আলম বরকত, পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এম সাঈদুল  ইসলাম, কবি আবদুল কাদির বিএসসি, সাংবাদিক কবি আফসার আশরাফী ,সাংবাদিক জাহিদ হাসান মুক্তার ,কন্ঠ শিল্পী আব্দুল হামিদ, জী এম মাহবুব আলম সঞ্চালনায় শিক্ষার আলো পাঠাগারে প্রতিষ্ঠাতা এম এ হান্নান সহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন । 

আপনার জেলার সংবাদ পড়তে