ধামইরহাটে দূর্গাপূজা উপলক্ষে পিএফজির সম্প্রীতি সমাবেশ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৭ পিএম
ধামইরহাটে দূর্গাপূজা উপলক্ষে পিএফজির সম্প্রীতি সমাবেশ

নওগাঁর ধামইরহাটে আসন্ন দূর্গাপূজাঁকে সামনে রেখে জাহানপুর ইউনিয়ন পরিষদে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে ও ধামইরহাট পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পি.এফ.জি’র সদস্য ধামইরহাট বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পিএফজির নওগাঁ জেলা কো-অডিনেটর হেলাল হোসেন, ধামইরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, জেলা মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ধামইরহাট উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আকতার, জাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার কায়ছার বুলবুল, ধামইরহাট হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাত, পারগানা আদিবাসী সমিতির নেতা নগেন মূমু, মঙ্গলবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবে পূজা মন্ডবের নিরাপত্তায় পিএফজির ভলেন্টিয়ার দেওয়ার সিদ্ধান্ত  গৃহীত হয়।