বড়াইগ্রামে মহাসড়কে পার্কিংয়ে আপত্তি জানানোর কারণে প্রথমে গাড়ী চাপা দিয়ে হাইওয়ে পুলিশের সদস্যদের হত্যা চেষ্টা ও পরে তাদের উপর হামলা করেছে ট্রাক চালকেরা। এ ঘটনায় মারুফ হোসেন (২৪) নামে এক ট্রাক হেলপারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কয়েন এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে। আটক মারুফ কুষ্টিয়া জেলার ভেড়ামারা সদরের মোহাম্মদ আলীর ছেলে।
হাইওয়ে থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, কয়েন সাদিয়া ফিলিং স্টেশনের সামনে প্রতি দিনই একটি হোটেলের সামনে ২০-২৫ টি ট্রাক মহাসড়কের উপর পার্কিং করে রাখে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম সেখানে গিয়ে মহাসড়কে গাড়ি পার্কিংয়ের ফলে সৃষ্ট সমস্যার বিষয়ে কথার জন্য চালকদের একত্রিত হতে বলেন। কিন্তু একটি কাভার্ড ভ্যানের চালক সংকেত অমান্য করে পুলিশ সদস্যদের চাপা দেয়ার চেষ্টা করে। এ সময় তারা দ্রুত সরে গেলে ওই চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে সামনে থাকা হাইওয়ে পুলিশের অপর টিম ওই গাড়িটি থামায়। এ সময় ওই কাভার্ড ভ্যানসহ অন্যান্য ট্রাকগুলোর চালক-হেলপাররা পুলিশের টিএসআই জাহিদুল ইসলামের উপর হামলা করলে তিনি আহত হন। পরে পুলিশ হেলপার মারুফকে ট্রাকসহ আটক করলেও অন্য অন্যরা পালিয়ে যায়।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মঞ্জুর মোর্শেদ জানান, এই ঘটনায় ট্রাকসহ হেলপারকে থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আটক হেলপারকে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, বিষয়টি ফেসবুক মাধ্যমে জেনেছি। তবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তারা জানালে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।