নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি'র আহবায়ক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মফিজুর রহমান গ্রুপের বিক্ষুব্ধ সমর্থকরা। বৃহস্পতিবার বিকালে সেনবাগ পৌরশহরে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর সদ্য ঘোষিত উপজেলা কমিটির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী ও পৌরসভা বিএনপির আহবায়ক শহীদ উল্লাহ নেতৃত্বে পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাওর সামণে থেকে আনন্দ মিছিলটি বের হয়। এরপর শহরের প্রধান প্রধার সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাট্য়োারী, পৌরসভা বিএনপির আহবায়ক শহীদ উল্লাহ।
উল্লেখ্যঃ সোমবার দিবাগত রাত ১১টার সময় নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত পৃথক পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।