চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ওপেন হাউজ ডে ও চৌকিদার প্যারেড অনুষ্ঠিত, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরের নিরাপত্তা পরিদর্শন করা হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ থানা পুলিশ এর আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
ওপেন হাউজ ডে শেষে পুলিশ সুপার ফরিদগঞ্জ থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেডে ব্রিফিং প্রদান করেন। পরে তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদগঞ্জ থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা তৈরি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন।
এসময় হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন সাইদী ও শারমিন রহমান'সহ ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।