পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ৩

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৮ পিএম
পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ৩

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় একই এলাকার তিন কিশোর খেলার কথা বলে তাকে ডেকে নেয় এবং একটি ঘরে নিয়ে গিয়ে নিপীড়ন করে। কিছুক্ষণ পর পাশের বাড়ি থেকে মেয়ের কান্নার শব্দ শুনে তিনি ছুটে যান। ঘরে প্রবেশ করলে তিন কিশোর পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে তিনি মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

কালীগঞ্জ থানা পুলিশ শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তিন কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। যৌন নিপীড়নের কারণে তার রক্তক্ষরণ হচ্ছে এবং সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

শিশুটির মা অভিযোগ করে বলেন, যারা তার মেয়ের ওপর এমন নিষ্ঠুর নির্যাতন করেছে, তাদের হয়ে স্থানীয় প্রভাবশালীরা চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। বর্তমানে তিনি অসহায়ভাবে ন্যায়বিচারের প্রতীক্ষায় আছেন।