পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদে নামাজরত অবস্থায় আব্দুল হানিফ মাতুব্বর (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইন্দুরকানী উপজেলার খেয়াঘাট জামে মসজিদে মাগরীবের নামাজ পড়ার সময় তিনি মারা যান। নিহত আব্দুল হানিফ মাতুব্বর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের মৃত জয়নুদ্দীন মাতুব্বরের ছেলে।
নিহত আব্দুল হানিফ মাতুব্বরের ছেলে মো. রুহুল আমীন মাতুব্বর বলেন, আমি বাজারে নিজের দোকানে ছিলাম। খবর পেয়ে মসজিদে গিয়ে দেখি আমার বাবা আর নেই। খেয়াঘাট মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম বলেন, মাগরীবের ফরজ নামাজে দাড়ানোর পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নামাজ শেষে মুসল্লিরা তাকে তুলতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। তিনি এই মসজিদের উন্নয়নের জন্য টাকা কালেকশন করতেন। আমরা একজন ভালো মানুষ কে হারিয়েছি।
এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, খবরটি আমি শুনেছি।আমার মনে হয় তার ভাগ্যটাই ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।